ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের অভয়নগরে পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
শনিবার মাদরাসার মাঠে এ সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি করা হয়।
পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মাদ নুরুজ্জামান।
প্রাক্তন শিক্ষার্থী মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যপক ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, পায়রা মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য জসীম উদ্দীন বাচ্চু, রাজয় রাব্বি, তওহিদ হাসান উসামা, মাদরাসার প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।
ইএইচ