শেরপুরের নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা উসমান গনি নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
নিজ ভেরিফাই ফেসবুকে নিহত হাফেজ উসমান লিখেন ‘শারীরিক অসুস্থ, আজকেও ওয়াজ মাহফিল আগামীকালও আছে তার পরের দিনও আছে সকলের কাছে দোয়া চাই’। এই পোস্ট দেওয়ার ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-শেরপুর মহাসড়কে কুর্শা গ্রামে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় উসমান গনির।
নিহত হাফেজ উসমান গনি (৪৫) পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার মৃত আমজাদ আলীর ৪র্থ ছেলে এবং ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মাওলানা উসমান গনির মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
ইএইচ