জুলাই বিপ্লবে শহীদ শাজাহানের সন্তানের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:২৯ পিএম
জুলাই বিপ্লবে শহীদ শাজাহানের সন্তানের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদ শাজাহানের নবজাতক ছেলের জীবন গঠনে ও পড়ালেখাসহ যাতে এই শিশু আগামী দিনে একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান।

শনিবার ভোলা সদরের একটি ক্লিনিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের সংবাদ পেয়েই শহীদ শাহজাহানের পরিবারের খোঁজ খবর নেয়ার জন্য ছুটে গেলেন জেলা প্রশাসক।

নবজাতককে দেখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, শহীদ শাজাহানের আগত সন্তানের কথা চিন্তা না করে দেশ ও জাতির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি তার ছেলের মুখ দেখে যেতে না পারলেও দেশের সকল জনগণ আজ তার এই নবজাতক সন্তানের মুখ দেখে শাজাহানের আত্মত্যাগকে স্মরণ করছে। তাই তার সন্তান ও পরিবারের পাশে ভোলার জেলা প্রশাসন তথা সরকার সর্বদাই আছে এবং থাকবে।

এ সময় তিনি নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন এবং তার মা ও শিশুটির জন্য শীতের পোশাক, ফল, মিষ্টি ও নগদ অর্থ প্রদান করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শিশুটির জন্ম ও মায়ের চিকিৎসার সকল খরচের দায়িত্ব জেলা প্রশাসক গ্রহণ করেন।

তিনি আন্তরিকতার সাথে শহীদ শাজাহানের মা বিবি আয়শাসহ পরিবারের সকলের খোঁজখবর নেন এবং তাদের ভালোমন্দ সবসময় জেলা প্রশাসককে জানানোর জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে শহীদ শাজাহানের স্ত্রী ও শিশুটির মা ফাতেহা (২০) কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী শাজাহান দেশের জন্য লড়াই করতে গিয়ে নিজের অনাগত সন্তানের মুখ না দেখেই দুনিয়া থেকে চলে গেছে। তাই আমার ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়ার দায়িত্ব সরকারের। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা গণঅভ্যূত্থান-২০২৪ চলাকালে গত ১৬ জুলাই ঢাকার সাইন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমার স্বামী শাজাহান।

ইএইচ