কুড়িগ্রামে কোর্ট পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
শনিবার কুড়িগ্রাম জেলার নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিতভাবে পৌঁছানোর লক্ষ্যে কুড়িগ্রাম কোর্ট পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
পরিদর্শন সময়ে পুলিশ সুপার কুড়িগ্রাম কোর্টের সার্বিক কার্যক্রমসমূহ, মালখানায় সংরক্ষিত বিভিন্ন মামলার আলামত ও বিভিন্ন অফিসিয়াল নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় মামলার আলামতসমূহের যথাযথ সংরক্ষণ ও কোর্টের আদেশপ্রাপ্তিকে ত্বরান্বিত করে দ্রুত আলামতসমূহ নিষ্পত্তির তাগিদ প্রদান করেন।
এছাড়া নথি ব্যবস্থাপনা কার্যক্রমকে যথাযথ ও তথ্যবহুল করার উপর জোর তাগিদ প্রদান করেন। পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যের দেশসেবার জন্য দুর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমিন, কোর্ট পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলমসহ কোর্ট পুলিশের সকল পুলিশ সদস্যরা।
ইএইচ