মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৫:১৭ পিএম
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্ট’র  উদ্বোধন

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর)  এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। 

চাঁদপুর ২ আসনের জননন্দিত নেতা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তানভীর হুদা প্রধান অতিথি হিসেবে‍‍` ‍‍`মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫‍‍` ‍‍`এর উদ্বোধন করেন। 

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, আহসান উল্যাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, মুন্সি মো. জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা ছাত্রদল,মো. নাজমুল হাসান রোকন, প্রতিষ্ঠাতা- নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডীন- মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ,অধ্যাপক ডা. শামীম আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মান্নান লস্কর, ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও ক্রিয়াপ্রেমীরা নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর সৌজন্যে 

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের খেলায় অংশগ্রহণ করেন উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন ও দুর্গাপুর ফ্রেন্ডস একাদশ।

আরএস