সোনারগাঁয়ে এম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত-১

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:৪৪ পিএম
সোনারগাঁয়ে এম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত-১

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রবিবার বিকেলে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী।  আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান,  অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস