রংপুর সড়ক জোনের আওতাধীন আঞ্চলিক-মাঠ পর্যায়ের কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় সড়ক ভবন অডিটোরিয়ামের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সওজ রংপুর সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম, দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান এবং বগুড়া সার্কেলের সুপ্তা চাকমা।
রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমানের সঞ্চালনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৪-২৫ অংশীজন সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সকাল সাড়ে ১১টায় উন্মুক্ত আলোচনা শুরু হয়।
আলোচনায় অংশ নেন রংপুর জোনের আওতাধীন ১০ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং ঠিকাদারবৃন্দ।
এ সময় নানা বিষয় প্রশ্ন উপস্থাপন হলে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া প্রত্যেকটি প্রশ্নের সমাধান স্বরূপ উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মোমেন, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুনসুরুল আজিজ, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলাম, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন ও জয়পুরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, অফিসের অন্যান্য স্টাফ, ঠিকাদাররা।
ইএইচ