হাটহাজারীতে ইটভাটায় দুইলাখ টাকা জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:০১ পিএম
হাটহাজারীতে ইটভাটায় দুইলাখ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন।

রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইনে ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও এমবি ব্রিক ফিল্ডকে ৫০হাজার করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

ইএইচ