বাড়ির সামনের সড়কের পাশে প্রতিদিনের মতো খেলছিল ৬ বছরের ছোট্ট শিশু শোয়াইবা। কিন্তু হঠাৎ দ্রুত গতিতে একটি অটো রিকশা এসে চাপা দেয় তাকে। এরপর ঘটনাস্থলেই শোয়াইবার মৃত্যু হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামে এঘটনা ঘটে।
নিহত শোয়াইবা (৬) চর মহিষখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শিশু শোয়াইবা। এসময় হঠাৎ দ্রুত গতিতে একটি অটো রিকশা এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই শোয়াইবার মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শোয়াইবার চাচা হিমেল সরকার বলেন, সকালে শোয়াইবা বাড়ির পাশের সড়কের পাশে খেলছিল। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আমার ফুটফুটে চাচ্চু মারা গেছে। আমি অটো রিকশা চালকের বিচার দাবি করছি।
বিষয়টি নিয়ে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, সকালে চরমহিষ কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরইউ