মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আ. হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:১১ পিএম
মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর থানার (ওসি তদন্ত) রাসেল আহমেদ, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা রাজীব আল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মহিষমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ  বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ