কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:৫২ পিএম
কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার তুষভাণ্ডার অডিটোরিয়ামে এ সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিতে সভাপতি আবুল বাশার লাভলু এবং রেজাউল করিম রেজা সেক্রেটারি নির্বাচিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে কালীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার লাভলুর সভাপতিত্বে সেক্রেটারি রেজাউল করিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালীগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু মুসা আনসারী, মাওলানা মোকসুদার রহমান প্রমুখ।

এর আগে সম্মেলন উপলক্ষ্যে উপজেলার ৮ ইউনিয়ন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য এবং অতিথিদের সমন্বয়ে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুষভাণ্ডার অডিটোরিয়ামে মিলিত হয়।

ইএইচ