স্থানীয় বিরোধ অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয়ভাবে নিস্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত।
গ্রাম আদালতের এ সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণার প্রয়োজনীয়তা তুলে ধরে সোমবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
তিনি বলেন সরকারি-বেসরকারি নানা উদ্যোগের মধ্য দিয়ে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করা হয়। দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারি মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস দিয়েই ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাওয়ার সুযোগ আছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বিচার গ্রাম আদালতের মাধ্যমে করা যায়। ইউনিয়ন পরিষদের মামলার আবেদনকারী ও প্রতিবাদী উভয়ের পক্ষে ২ জন ইউনিয়ন পরিষদের সদস্য এবং ২ জন গণ্যমান্য ব্যক্তি মনোনয়ন করার মধ্যদিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে বিবেচিত হয়।
চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করে পছন্দ মতো বিচারক নিয়োগের সুযোগ রয়েছে গ্রাম আদালত আইনে। চেয়ারম্যান ও মনোনীত ৪ জন সদস্য মিলেই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব।
এর ফলে বিচারপ্রার্থীরা নিজ নিজ এলাকায় নিজেদের সমস্যা সমাধান করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে প্রদেয় এ সকল সেবা সম্পর্কে গ্রামের পিছিয়ে পড়া জনসাধারণ এখনো জানে না।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপ-প্রকৌশলী আবদুল আলিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্ল্যাহ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিউদ্দীন, মুছাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, মগধরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াস, হারামিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, গাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম, রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রাহেনা বেগম, কালাপানিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া, বাউরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল গনি, আজিমপুর প্যানেল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমানউল্লাহ ইউপির প্যানেল চেয়ারম্যান জাবেদ ওমর, সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।