পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ (২২), মো. সোহেল রানা (২২) ও মো. জসিম উদ্দীন (২২)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাসুয়া ও রশি উদ্ধার করা হয়।
রোববার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা ।
তিনি জানান, পোরশার সারাইগাছি এলাকায় রাতে ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, সারাইগাছি থেকে রহনপুর রাস্তায় তেঁতুলিয়ার কাঠালতলা এলাকায় ৮-১০ ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে থানার টহলদল, এসআই ইকবাল আহমেদ ও পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌঁড়ে পালিয়ে পাশের আমবাগানে হারিয়ে যায়। বাগান তল্লাশি করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০-১৫ জন পালিয়ে যায়।
তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার অধিবাসী।
গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তারা ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
ইএইচ