বাঞ্ছারামপুরের ছয়ফুলাকান্দি ইউনিয়নের ফতেপুর, রূপসদীতে রাস্তায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোধ ও সব শ্রেণিপেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল।
টানা তিনদিন ধরে ঝোপঝাড় পরিষ্কারের এই কর্মযজ্ঞতে উপজেলা যুবদলের সঙ্গে অংশগ্রহণ করেন কৃষক দল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে স্থানীয় নেতাকর্মীরা।
সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিরোধ করার জন্য এই ঝোপঝাড় অভিযান পরিচালনা করা হয়।
ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, যুবদল নেতা আবু কালাম, উপজেলা বিএনপির সদস্য মো. হানিফ মাঝি, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোহাম্মদ আলাউদ্দিন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম মিশন, উজ্জ্বল, বিএনপির নেতা জামাল চান
সিএনজি ড্রাইভার মোতালেব হোসেন বলেন, রাতের বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে ডাকাত দলের কারণে। ঝোপঝাড়ে লুকিয়ে থাকে ডাকাত দল গাড়ি আটকিয়ে অর্থসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। আর টাকা পয়সা না পেলে মারধর করে অনেক সময় ডাকাত দল। তাই ঝোপঝাড় পরিষ্কার হওয়াতে ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন আর রশিদ আকাশ বলেন, আমরা আইনশৃখলাসহ জনসাধারণ মানুষকে সহযোগিতা করতে চাই। আমাদের উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক একেএম মুসার নেতৃত্বে আমাদের যুবদলের পক্ষ থেকে অনেক নেতাকর্মী ঝোপঝাড় পরিষ্কার পরিচালনা করার জন্য অংশগ্রহণ করেছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঝোপঝাড় পরিষ্কার করার বিষয়টি আমাদের সাথে পরামর্শ করে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করছেন। আমরা এ কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এ ধরনের সামাজিক কাজে যারা এগিয়ে আসবে আমরা সব সময় তাদের পাশে থাকব। ঝোপঝাড় ও পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করতে যারা আগ্রহী তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।
ইএইচ