আওয়ামী লীগ নেতা পলাশ হত্যা মামলায়, গ্রেপ্তার ১

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৪৯ পিএম
আওয়ামী লীগ নেতা পলাশ হত্যা মামলায়, গ্রেপ্তার ১

যশোরের অভয়নগরে জিয়াউদ্দিন পলাশ (৪৯) নামে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রোববার সন্ধ্যায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

তিনি ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সংলগ্ন বিশিষ্ট শ্রমিক নেতা মৃত ইব্রাহিম হোসেন সরদারের বড় ছেলে। এছাড়া নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া বাজারে সার ও কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।  

এ ব্যাপারে মামলার বাদী শারমিন নাহার বলেন, স্বামী হত্যার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় মামলা করেছি। হত্যাকাণ্ডের পর থেকে আমার দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। মামলা নং-১৭। প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। অন্যান্য আসামি গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ