চৌগাছায় আইনশৃঙ্খলার বিষয়ে মাসিক সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৬:৫৩ পিএম
চৌগাছায় আইনশৃঙ্খলার বিষয়ে মাসিক সভা

যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, চৌগাছা থানার তদন্ত ওসি কামাল হোসেন,  উপজেলা আনছার ভিডিপি অফিসার শাহাদৎ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, মুক্তিযোদ্ধা শওকত আলী, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, আতাউর রহমান লাল, নুরুল কদর ও হবিবর রহমান হবি, উপজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আন্দুলিয়া বিজিবি কোম্পানি কমান্ডার  সুবেদার নিতিশ কুমার, শাহাজাদপুর বিজিবি কোম্পানি কমান্ডার  সুবেদার জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনসহ সকল কর্মকর্তারা।

ইএইচ