সালথায় বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:৫৮ পিএম
সালথায় বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরের সালথায় নিজ নির্বাচনি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এম ডি জাহিদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন জয়নাল, আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, বালাম হোসেন, মিরান হুসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, ইয়াসিন বিশ্বাস, সজীব, খোকন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা আকুব্বর মাতুব্বর, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ সাইফুল ইসলাম, সোহাগ প্রমুখ।

এছাড়াও বিএনপি  এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ