কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম নিজেই পৌরসভার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন।
এ উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ পথচারীদের শীত নিবারণের জন্য এ কম্বল প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইএইচ