গভীর রাতে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাহবুবের বাসায় অভিযান

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:০০ এএম
গভীর রাতে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মাহবুবের বাসায় অভিযান

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিন হাজার কোটি টাকার খোঁজে সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকায় ওই অভিযান চালানো হয়।

প্রায় তিন ঘণ্টা অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসাটিতে ওই রকম কিছুই পাওয়া যায়নি।

সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের একটি সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা এবং টাকা মজুত থাকার গোয়েন্দা তথ্য তাদের কাছেও ছিল। তবে বিষয়টি সন্দেহজনক, পর্যাপ্ত ফোর্স না থাকা এবং অভিযান নিয়ে পরে বিতর্ক হতে পারে- এ আশঙ্কায় তারা অভিযান পরিচালনা করেননি।

জানা গেছে, অভিযান চালানো ওই বাসায় মাহবুব আলমের মেয়ে এবং তার স্বামীসহ কয়েকজন নিকটাত্মীয় থাকেন।

চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়ী মাহবুব আলম আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মাহবুবুল আলম দেশ ছাড়েন। এরপর তিনি আর বাংলাদেশে আসেননি।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মাহবুবুল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করেছেন।

ইএইচ