সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো: প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:০৯ পিএম
সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আজও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত (৩১ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, ডিবিরহাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, মহিষ, কমলা, কম্বল, বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান ও চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বিজিবি।

জব্দকৃত চোরাই মালামালের মূল্য ৮৪ লক্ষ ৮৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ