দীঘিনালায় বেইলি ব্রিজ’র পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৫:৫৫ পিএম
দীঘিনালায় বেইলি ব্রিজ’র পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি দীঘিনালায় বেইলি ব্রীজ পাটাতন দেবে লংগদুর সাথে দীঘিনালা ভারী যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে কাঠ বোঝাই ট্রাক সেতু পার হওয়ার সময় বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে যায় বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন।

মো. কোরাইশীন জানান, ‘গেল বছর সেতুটি ভেঙ্গে যাওয়ায় মেরামত করা হয়েছিল। এবং ৫ টনের অধিক যানবাহন পারাপারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিধি না মানায় এ ঘটনা হয়েছে। আমরা এ বিষয়ে বিধি অমান্যকারীর বিরুদ্ধে মামলা করবো। বেইলি সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বোয়ালখালী ছড়ার উপর চৌমুহনী বেইলি সেতুর পাটাতনের নাট বল্টু খুলে অনেক দিন যাবৎ নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু সড়ক ও জনপথের কেউ খোঁজ খবর নেননি। সকালে কাঠ বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে উঠার পর পাটাতন ভেঙ্গে যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ‘যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক সরানো হয়েছে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। কাজ শেষ হলে বিকেলের মধ্যে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বিআরইউ