কুষ্টিয়া -ঈশ্বরদী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক বিটু ও গুডা সরদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া থেকে ভেড়ামারা গামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি সাহেবনগর পৌঁছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি পাখি ভ্যানকে চাপা দেয় এবং কুরিয়ার সার্ভিসের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে পড়ে যায়। পাখী ভ্যানটি যাত্রী বুঝাই করে বহাল বাড়ির দিকে যাচ্ছিল।
ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কুরিয়ার সার্ভিস এর গাড়ি উদ্ধারসহ হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায় নাই। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। মিরপুর থানা পুলিশ ঘটনা নিশ্চিত করেছেন।
আরএস