কুড়িগ্রামে সুপার নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। ফাইনালে বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাব ও শিরোনামহীন স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। বানিয়াপাড়া একাদশ টস জিতে ১০ উইকেটে ৫১ রান করে। জবাবে শিরোনামহীন স্পোর্টিং ক্লাব ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয়লাভ করে।
খেলায় টুর্নামেন্ট সেরা হয় বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাবের ফিরোজ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. তারিক নজমুল (রোকন)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জাহাঙ্গির (বিপ্লব)।
ইঞ্জিনিয়ার মো. রত্তন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক এম আর মিন্টু, পুলিশ অফিসার জয়নাল আবেদীন, রাজীব হাসান, খেলা পরিচালনা কমিটির সদস্য সামিউম হাসান মীম, সোহানুর রহমান সোহান, ইউনুস, মমিনুর রহমান, রাশেদ প্রমুখ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, গত ৫ বছর ধরে ক্লাবটির আয়োজনে ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
আরএস