মধুপুরে লাল মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৪১ পিএম
মধুপুরে লাল মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মৌজায় গজারি বন সম্বলিত টিলার লাল মাটি কাটার অপরাধে ছালাম নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকায় গজারি বনের টিলা জমি থেকে এস্কেভেটর দিয়ে  লাল মাটি কেটে নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

বলেন, টিলার মাটি কাটার অপরাধে ছালাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, ফসলি জমি ও পাহাড়ি মাটি কাটা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ