মাগুরায় মাওলানা মামুনুল হক

পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না

মাগুরা জেলা প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:৫৩ এএম
পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না

পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না, নতুন বাংলাদেশে নিজেরা সংঘর্ষ করবেন না। করলে এসব অত্যাচারী আবারও শক্তি অর্জন করবে বলে মন্তব্য করেছেন, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে দলীয় এক সমাবেশে তিনি এসব কথা কথা বলেন।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন। এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দল নয়,আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের এই করুণ দশার জন্য কোনো দল দায়ী নয়। এ জন্য একমাত্র দায়ী দলটির প্রধান শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন, যেখান থেকে উঠে আসতে ৫০ বছর লেগে যাবে।’

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবসহ তাঁর পরিবারকে হত্যা করার পর একজন আওয়ামী লীগ নেতাও প্রতিবাদ করেনি। এই রাগ শেখ হাসিনা অনেকবার প্রকাশ করেছেন। সরকার গঠন করে আওয়ামী লীগের সবাইকে এমনভাবে তৈরি করলেন, যেন হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে। এখন ছাত্রদের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে পালিয়ে গেলেন। রেখে গেলেন তাঁর নেতা-কর্মীদের।

বিআরইউ