মদনে নদীতে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৫:১৬ পিএম
মদনে নদীতে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন

নেত্রকোণার মদনে নদীতে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন ও কৃষি জমিতে সেচ দিতে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন কুলিয়াটি, বৃ-বরিকান্দি, বাগদাইর গ্রামের ২০ জন কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা তরিকুল ব্যাপারী, যুবলীগ নেতা অসীম মেম্বারসহ কয়েকজন মিতালী মৎস্যজীবী সমিতির নাম ব্যবহার করে মদন ইউনিয়নের কৈলয়গাতী, হাজগালা ও লাঙ্গলজোড়া হাওরের পাশ দিয়ে যাওয়া একমাত্র চেলাই নদীতে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতি মাছ নিধন করছে এবং কৃষি জমিতে সেচ দিতে বাধা সৃষ্টি করছে বলে জানা যায়।

এতে হাওরগুলোতে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের একজন অসিম মেম্বারের সঙ্গে কথা বললে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ভাই। বিষয়টি রাজনৈতিক বিষয় তাই এ মিথ্যা অভিযোগটি করেছে আমাদের নামে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন আমি এখনো অভিযোগটি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ইএইচ