নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৬:০৪ পিএম
নীলফামারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেদোয়ানুল হক বাবু, নীলফামারী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।

শোভাযাত্রায় জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্সেদ আজম, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিশান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ