কুড়িগ্রামে হারানো ঐতিহ্য তুলে ধরতে শিল্প-সংস্কৃতি মেলা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৭:২৭ পিএম
কুড়িগ্রামে হারানো ঐতিহ্য তুলে ধরতে শিল্প-সংস্কৃতি মেলা

কুড়িগ্রামে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া শিল্প তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শিল্প ও সংস্কৃতি মেলা।

বুধবার মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের অর্থায়ন ও সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের মানসিক বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

এ সময় কুড়িগ্রাম মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকসহ অভিভাবকরা।

প্লাস্টিক আর প্রযুক্তির যুগে হারানো ঐতিহ্য গ্রামীণ পণ্য এখন বিলুপ্ত হওয়ার পথে। পূর্বপুরুষের জীবন যাত্রার ঐতিহ্যবাহী এসব গ্রামীণ পণ্য  প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

দিনব্যাপি শিল্প ও সংস্কৃতি এ মেলায়  ঐতিহ্য গ্রামীণ পণ্য- নকশি কাঁথা, মাটির থালা, সড়া, হাড়ি, পট, গহনা, ফুলদানি, পুতুল, চুড়ি, পাটখড়ির রান্নাঘরসহ মাটির চুলা, পোলো, ঝাঁকি জাল, পালকি, কুলা, ডালি, খড়ের পেস্টা, বেতের টালা, বাঁশের ডালা, রেডিও, ক্যাসেট, হেরিক্যান, হেছাক, ঢেঁকি, দোয়াত বাতি, পাখি মারার বাটুল, হামান দিস্তাসহ কয়েক শত গ্রামীণ পণ্য প্রদর্শিত করা হয়।

বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীরা নিজেরাই প্রায় দু’মাস পরিশ্রম করে এসব গ্রামীণ পণ্য তৈরি করে এবং মেলার আয়োজন করে। এতে করে শিক্ষার্থীরা পূর্ব-পুরুষের জীবন যাত্রার উপর জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীলতা সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম বলেন, বাঙালির শেকড় সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলা ভূমিকা রাখবে। সরকারি বেসরকারিভাবে এমন মেলার আয়োজন করা গেলে দেশের ঐতিহ্যকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন।

ইএইচ