ফটিকছড়িতে সমাজসেবা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০২:৩৫ পিএম
ফটিকছড়িতে সমাজসেবা দিবসের র‌্যালী ও আলোচনা সভা

"নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে ফটিকছড়ি উপজেলা সমাজসেবা অফিস।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ এর সঞ্চালনায় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস