কাউখালীতে ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:২২ পিএম
কাউখালীতে ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদআচরণের অভিযোগে ইউপি সদস্য ও জনসাধারণের যৌথ উদ্যোগে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে মানববন্ধনে শত শত জনসাধারণ উপস্থিত হয়ে গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় শুরু ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহিন হোসেন, ইউপি সদস্য রুবেল হোসেন, গিয়াস উদ্দিন তালুকদার, চুন্নু তালুকদার, মুসলেম মোল্লা সহ আরো অনেকে।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন গাজী সিদ্দিকুর রহমান দুটি হত্যা মামলার আসামি, আওয়ামী লীগ আমলে বিনা ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি ইউপি নির্বাচনে অন্য কোন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয় নাই, নির্বাচনের পূর্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ মিটিং করে ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা নৌকা দিয়েছে আবার কীসের নির্বাচন। কেউ মনোনয়নপত্র দাখিল করে থাকলে তারা তুলে নিয়ে যান। এইভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। 

তিনি নির্বাচিত হওয়ার পর কোনো আইনের তোয়াক্কা না করেই ইচ্ছা খেয়াল খুশির মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন, এ সময় বক্তারা আরো অভিযোগ করে বলেন কোন মেম্বারদের কোন কথায় কর্ণপাত করেন না চেয়ারম্যান।

মেম্বাররা তাদের বক্তব্য আরো বলেন, ইউনিয়ন পরিষদের কোন কার্যক্রম মেম্বারদের সাথে কোন পরামর্শ করেন না, বিভিন্ন সরকারি সুবিধা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বণ্টন করার কথা থাকলেও তিনি তার খেয়াল খুশি মতো অবৈধ সুবিধা গ্রহণ করে সচ্ছল ও স্বজন প্রীতির মাধ্যমে বণ্টন করার অভিযোগ করেন।

এছাড়াও বক্তারা বলেন চেয়ারম্যান সিদ্দিক গাজী পরিষদের সদস্য এবং পুরুষদের সেবা গ্রহণকারীদের সাথে সব সময় অসদাচরণ করেন। যা একদম চেয়ারম্যানের পক্ষে তখনই করা উচিত না। তার এই সমস্ত অনিয়মের কারণে অনতিবিলম্বে তাকে অবসর করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি করেন বক্তারা। 

এ বিষয়ে চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। মানববন্ধনে বক্তারা যে সমস্ত অভিযোগ করেছেন অসত্য ও ভিত্তিহীন।

বিআরইউ