কিশোরগঞ্জে শীতের উষ্ণতা কম্বল পেয়ে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছে অসহায় শীতার্তরা। বুধবার (১ জানুয়ারি) রাতে শহরতলীর সাঁতারপুর বাজারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এ আয়োজন করে লাভ শেয়ার বিডি নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার সন্ধ্যা নামতেই সাতারপুর বাজারে জড়ো হতে থাকে অসহায় শীতার্ত মানুষ। কারও হাতে ছেঁড়া চাদর, কারও গায়ে পাতলা সোয়েটার। তাদের চোখে অপেক্ষা আর মুখে হাসি। কারণ, তারা জানে এখানে তাদের জন্য অপেক্ষা করছে শীত নিবারণের একটুখানি উষ্ণতা।
এই আয়োজনের পেছনে ছিলেন, মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত রায়হান কাউসার বাপ্পি।তিনি “লাভ শেয়ার বিডি” নামে একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজন করেন দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের।
আয়োজক বাপ্পি জানান, “শীত আমাদের জীবনের একটি মৌসুম মাত্র, কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য এটা এক নীরব যুদ্ধ। এ যুদ্ধে তাদের পাশে দাঁড়াতে হবে সবার। আমার এ প্রয়াস ক্ষুদ্র তাকিয়ে আছি সমাজের বিত্তবানদের দিকে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা একে এম মাহাবুবুল আলম,কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক, পদ্মা জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম, সিনিয়র আইনজীবী শফিউল ইসলাম শফি,কম্পিউটার বাংলার স্বত্বাধিকারী শফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা রুহুল আমিন সহ আরও অনেকে।
এদিন লাভ শেয়ার বিডি সংগঠনের সহযোগিতায় প্রায় দুই শতাধিক অসহায় মানুষ পায় শীতের উষ্ণ চাদর কম্বল।
বিআরইউ