সন্দ্বীপে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সমাজসেবা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও ওয়াকাথন বের হয়ে জেলা কমপ্লেক্সে ঘুরে এসে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, কৃষি অফিসার মারুফ হোসেন, মৎস্য অফিসার আতিকুল্লাহ, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, খাদ্য অফিসার মাইফুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইএইচ