‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এ স্লোগান নিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নগরীর বেলেস পার্ক প্রাঙ্গণ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে।
পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে সেখানে দিবস উপলক্ষ্যে মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয়।
ইএইচ