প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ইটভাটা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৬:২৩ পিএম
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ইটভাটা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুরে পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে মিজি ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটা। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

জানা যায়, মিজি ব্রিক অবৈধভাবে পরিচালনার কারণে গত ১৬ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিসের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব স্বাক্ষরিত ব্রিক ফিল্ডটির কার্যক্রম বন্ধ রাখার জন্য একটি নোটিশ জারি করেন।

কিন্তু নোটিশ পাওয়ার দুই মাস অতিবাহিত হওয়ার পরও পরিবেশ অধিদপ্তরের নোটিশকে তোয়াক্কা না করেই এখনো অবৈধভাবে চলছে ইটভাটাটি।

তদন্ত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন, ট্রেড লাইসেন্স, এবং অন্যান্য কোন কাগজপত্র নবায়ন না থাকার কারণে মিজি ব্রিক ফিল্ডটি বন্ধ রাখার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ প্রদান করা হয়, কিন্তু নোটিশকে অমান্য করে অবৈধভাবে এখনো ফিল্ডটি চালিয়ে যাচ্ছেন। 
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মিজি ব্রিক ফিল্ডটির ছাড়পত্র নবায়ন না থাকায় আমরা বন্ধ রাখার নোটিশ দিয়েছি। নোটিশ পাওয়ার পরও যেহেতু ব্রিক ফিল্ডটি তারা এখনো চালু রেখেছে তাই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ