অসুস্থ পাগলের চিকিৎসার দায়িত্ব নিলেন পৌর বিএনপির সভাপতি কাজল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:০১ পিএম
অসুস্থ পাগলের চিকিৎসার দায়িত্ব নিলেন পৌর বিএনপির সভাপতি কাজল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক মানসিক ভারসাম্যহীন অসুস্থপীড়িত পাগলের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

বৃহস্পতিবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার পুকুরে পাগলটিকে এনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল গোসল করিয়ে শারীরিকভাবে পরিচ্ছন্ন করে তার গায়ে নতুন জামা পরিয়ে দিয়ে এক মহানুভবতার পরিচয় দেন।

জানা যায়, সুদূর বরিশাল থেকে এসে পাগলটি মাটিরাঙ্গায় অবস্থান করে। অনাহারে, ময়লায় দুর্গন্ধে ভরা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে কাতরাচ্ছিল সে। তার দুটি হাতে কব্জি পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিষয়টি নজরে আসে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজলের। তিনি তাকে এনে পেট ভরে খাইয়ে দিয়ে চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। একই সাথে তার সুস্থতাসহ সকল প্রকার দায়িত্ব নেন তিনি।এদিকে তার এহেন মানবিক কর্মকাণ্ডের জন্য প্রশংসায় ভাসছেন তিনি।

নিতান্তই মানবিক দায়িত্ব থেকে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি মন্তব্য করে পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, মানসিক ভারসাম্যহীন মানুষগুলোও আমাদের পরিবারেরই অংশ, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। তাদের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও যত্ন দেখিয়ে আমরা তাদের জীবনে আশার আলো আনতে পারি। আমরা যদি তাদের বোঝার চেষ্টা করি এবং সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে একসঙ্গে আমরা একটি মানবিক এবং সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল বলেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল একজন পাগলকে সেবা করার মাধ্যমে যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ শুধু একজন মানুষের জীবন পরিবর্তনে সহায়তা করেনি, বরং এটি আমাদের সবাইকে মানবিক হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। আমরা তার এই মহান উদ্যোগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি, সমাজের আরও মানুষ এই মানবিক কাজে এগিয়ে আসবে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন চাকমা বলেন, পাগল বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ভালো করার জন্য সহানুভূতিশীল এবং যথাযথ চিকিৎসার প্রয়োজন। সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে তাছাড়া কোনো অবস্থাতেই তাকে তুচ্ছতাচ্ছিল্য বা অবজ্ঞা করা যাবে না।

ইএইচ