সকাল থেকেই সূর্যের দেখা নেই উপকূলীয় জেলা নোয়াখালীতে। চারদিক কুয়াশাচ্ছন্ন। অনুভূত হচ্ছে কনকনে শীত। শীতে কাবু সব শ্রেণিপেশার মানুষ।
‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানে গরীর-অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে মরহুম সামসুল হুদা ও আবুল আহ্সানের পক্ষে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কানাডা প্রবাসী ব্যবসায়ী নাবিল আহসানের আয়োজনে সামসুল হুদার বাড়িতে সকাল ১০টার দিকে এ শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেয়া হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর কানাডা প্রবাসী ও ঢাকা নিউ ইস্কাটনের দি-কসমোপলিটান কর্পোরেশনের স্বত্বাধিকারী নাবিল আহসানের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহবুব তানসেন।
সাজ্জাদ হোসেন বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম প্রমুখ।
ইএইচ