নেত্রকোণায় ঝটিকা মিছিল করায় ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:৫২ পিএম
নেত্রকোণায় ঝটিকা মিছিল করায় ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রকোনায় ঝটিকা মিছিল করায় মডেল থানা পুলিশ ৬ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ সাংবাদিকদের জানান, ৩ জানুয়ারি সকাল অনুমান ৬টা ২০ মিনিটের দিকে নেত্রকোণা জেলা শহরের বড় বাজারস্থ মসজিদ গলির রোড হতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায়ের নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে।

সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে ছোট বাজার হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার পথে নেত্রকোণা মডেল থানার টহল পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

পরবর্তীতে নেত্রকোণা মডেল থানার পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ও স্থানীয় ভাবে তথ্য সংগ্রহ করে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ গ্রহণকারী নাগড়া বাড়ই পাড়া এলাকার বাবুল সরকারের পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), বড় বাজার এলাকার সজল সরকারের পুত্র জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), বড় বাজার এলাকার দুর্গাচরন সাহা’র ছেলে পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), বড় বাজার এলাকার মৃত রাখাল চন্দ্র বণিকের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), বড় বাজার এলাকার কৃষ্ণ রায়ের ছেলে পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) ও বারহাট্টা উপজেলার নৈহাটী গ্রামের আজিজুল হকের ছেলে নাগড়া নিবাসী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেনকে (২৮) আটক করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মিছিল করার দায়ে উক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরএস