ত্রিশালে বিএনপি‍‍`র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:১১ পিএম
ত্রিশালে বিএনপি‍‍`র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কাশিগঞ্জ বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া। 

আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল খালেক ফরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি, মো. আলেক চাঁন দেওয়ান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন প্রমূখ।

আরএস