‘বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো’

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, (কুমিল্লা) প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:৫২ পিএম
‘বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া মানুষের পাশে সবসময় থাকতে চাই। তাদের পাশে থেকে সুখ দুঃখের ভাগী হতে চাই। এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে ভদ্র ও শিক্ষিত, তাদের ভাগ্য উন্নয়নে আমৃত্যু কাজ করে যাবো।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার দুপুরে তার কুমিল্লা কার্যালয়ে বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শিক্ষিত করার মাধ্যমে জনশক্তিতে রুপান্তর করতে হবে।

এদিকে সাংবাদিকদের সাথে আলোচনা শেষে বিকেলে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপি  ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদি এবং পরিচালনা করেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম।

সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন একজন শিক্ষিত,  সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি বিজ্ঞ আইনজীবী হিসেবে শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গণে একজন পরিচিত মুখ। আগামী দিনে তিনি এ আসন থেকে নির্বাচিত হলে বুড়িচং - ব্রাহ্মণপাড়া মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.  সুলতান আহমদ, মো. তারেক মাহমুদ, মফিজুল ইসলাম,  মো. রাকিব, এমরান মাস্টার, মো.  নাছির উদ্দিন,  মো. হাছান, মো. মিজানুর রহমান,  মো. আলী হোসেন।  উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহাদ, অ্যাডভোকেট সফিউল্লাহ, অ্যাডভোকেট আল মামুন খন্দকার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন,  অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট শাহিন হোসেন মিঠু জয়নাল হিজারী প্রমূখ।

আরএস