বাঞ্ছারামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ১১:১৪ পিএম
বাঞ্ছারামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কদমতলীতে গৌরব, ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কদমতলী কান্দুশাহ মাজার মাঠে এ সভায় উপজেলা ছাত্রদল নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সমবেত হয়।

দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর সাবেক ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রোমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, তেজখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদল নেতা ইয়াছিন আহম্মদ অন্তু, রাকিব সরকার, মো. আশরাফুল ইসলাম বিজয় প্রমুখ।

মো. রহমত উল্লার সঞ্চালনায় বক্তারা বলেন, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল সাবেক এমপি এম এ খালেক সাহেবের নেতৃত্বে সবসময় রাজপথে ছিল রাজপথে থাকবে। সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল নেতাকর্মীসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এছাড়াও বক্তারা নিহত সকল নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করেন।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন।

আলোচনা সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ব্যারিস্টার নাছের খান অপু, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল আহমেদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শোয়াইব আহমেদ।

ইএইচ