বাকেরগঞ্জে পৌর জামায়াতের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০১:৩০ পিএম
বাকেরগঞ্জে পৌর জামায়াতের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী পৌরসভা শাখার দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ পৌরসভার আমির মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফকরউদ্দিন খান রাযী, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।

দ্বি-বার্ষিক কর্মী সম্মেলনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ভিশন ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা‍‍`য়ালার সন্তুষ্টি লাভ করা’ কার্যক্রমের উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।

কর্মী সম্মেলন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সাত্তার রাড়ীর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিআরইউ