ফাঁদ পেতে অতিথি পাখি শিকার, আটক ২

তাহিরপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৩:৫৫ পিএম
ফাঁদ পেতে অতিথি পাখি শিকার, আটক ২

পরিযায়ী পাখির অভয়াশ্রম খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে দুই অসাধু পাখি শিকারিকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে টাঙ্গুয়ার হাওরের তেরাইল্লাকুনা নামক এলাকা থেকে আনসার সদস্য ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় এ দুজনকে আটক করা হয়।

পরে এই দুই পাখি শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করে প্রশাসন।

আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল-আমিন (২৪) ও একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০)।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পাখি শিকারির কাছ থেকে একটি পাখি উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছি। তিনি আরও বলেন, পরিযায়ী পাখি শিকার বন্ধে প্রশাসন স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পাশাপাশি এসব শিকারিদের অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে।

ইএইচ