দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনার দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তী এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায়-২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বেসরকারি এনজিও হীড বাংলাদেশ খুলনা অঞ্চল এ সুবর্ণ জয়ন্তী পালনের আয়োজন করে।

শনিবার বেলা ১১টায় চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন- হীড বাংলাদেশের সহকারী পরিচালক (ঋণ কার্যক্রম) অদ্বৈত কুমার বিশ্বাস, সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুস ছালাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, হীড বোর্ডের কোষাধ্যক্ষ শান্তনা মমতাজ, সাবেক অধ্যক্ষ দিবাকর মন্ডল, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান বিকাশ চন্দ্র হালদার, চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাশেম আলী শেখ, হীডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার অধিকারি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অভিভাবক তৃপ্তি সরকার, শিক্ষার্থী মাহফুজ মল্লিক, শরিফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ২২৩ জন শিক্ষার্থীর মাঝে এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ইএইচ