কালাইয়ে পুত্রবধূর পরকীয়ায় প্রাণ গেল শ্বশুরের

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৮:১২ পিএম
কালাইয়ে পুত্রবধূর পরকীয়ায় প্রাণ গেল শ্বশুরের

জয়পুরহাটের কালাইয়ে পুত্রবধূর পরকীয়ার জেরে শ্বশুর জাহাঙ্গীর হোসেনকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আইসান নবী ও তার স্ত্রী আঁখি খাতুনের বিরুদ্ধে।

শনিবার বিকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখরা বেলগাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন (৪৩) বলগাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।

নিহতের ছেলে সবুজ মন্ডল বলেন, আমার স্ত্রীর সঙ্গে প্রতিবেশি সামিদুলের সাথে পরক্রিয়া সম্পর্ক আছে এমন খবর সামিদুলের বন্ধু আইসার নবী গ্রামে অপ-প্রচারপ্রচার করে এবং আমার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি এবং আমার বাবা আলুর ক্ষেতে কাজ করতে যাওয়ার পথে আইসার নবীর সাথে দেখা হলে তাকে পরকীয়া নিয়ে গ্রামে অপপ্রচার করতে নিষেধ করতে গেলে। আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন।

কালাই থানার আফিসার (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইগত ব্যবস্থা নিতে তদন্ত চলমান আছে।

ইএইচ