ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে কার্যালয় উদ্বোধন করা হয়।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিয়া সুলতানা ময়নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন সদ্য বিদায়ী বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ।
তিনি বলেন, দলীয় কার্যক্রম এগিয়ে নেয়ার স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো। দল যাকে নমিনেশন দিবে আমরা তার হয়ে বিএনপির স্বার্থে কাজ করে যাব
সাইফুল্লাকান্দি ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধতার মধ্যদিয়ে আমাদের দলীয় কার্যালয় থেকে আগামী দিনের রাসসানায়ক তারেক রহমানের নির্দেশ পালন করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম, সদস্য সচিব আল জামাল, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম কোভিদ পলাশ, সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মিদন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, জাসাস নেতা মাজারুল, বিএনপি নেতা হক মোল্লা, জাকির হোসেন প্রমুখ।
ইএইচ