চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০২:১৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও,গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার কর’ এমনসব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউিপনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক।

সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল। 
যেসব দাবিতে সমাবেশ করা হয় তা হলো- “ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদান। সার-বীজ- কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম কমানো, নির্ধারিত দামে সার বিতরণ করা, বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলক‚পের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা। সেচ অপারেটরদের দৌরাত্ম্য রোধ করা। নদী, খাল, জলাশয় সংস্কার করে কৃষকদের পানির অবাধ ব্যবহার নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”

বিআরইউ