রাঙ্গামাটিতে বেলুন উড়িয়ে ভিডিপি দিবস-২০২৫ এর অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন, বিপিএম। জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে আজ (৫ জানুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় (আনসার ও ভিডিপি) থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি রাঙ্গামাটি সদর জোন পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং ৩০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি রক্তদান করেন।
এসময় আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
এরপর তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য রাঙ্গামাটির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ এবং বিভিন্ন উপজেলা হতে আগত কর্মকর্তা-কর্মচারী ও ১৫০ জন ভিডিপি সদস্য-সদস্যা। উল্লেখ্য ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে।
বিআরইউ