বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব-শীতবস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৩:৪০ পিএম
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব-শীতবস্ত্র বিতরণ

ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া উৎসব, শীতবস্ত্র ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

রোববার ভোলা বাংলা স্কুল মাঠে এ ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শিশুরা দৌড় প্রতিযোগিতা, চেয়ার সেটিং, ঝুড়িতে বল ফেলাসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়।

এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশু শিক্ষার্থীরা। এতে শিশুদের মিলন মেলায় পরিণত হয়।
পরে প্রতিযোগিতায় অংশ নেয়া সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

পরে তিনি শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম, প্রবীন সাংবাদিক আবু তাহের প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ