বর্ণাঢ্য আয়োজনে নাটোরে ভিডিপি দিবস পালিত

মো. মনজুর-ই-মওলা সাব্বির (নাটোর) প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:১৪ পিএম
বর্ণাঢ্য আয়োজনে নাটোরে ভিডিপি দিবস পালিত

বেলুন উড়িয়ে, র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে ভিডিপি দিবস পালিত হয়েছে। জেলা আনসার ও ভিডিপির আয়োজনে রোববার সকাল ১০ টার দিকে নাটোর জেলা কমান্ডারের কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ। 
জেলা কমান্ডার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কমান্ড্যান্টের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সম্মেলন কক্ষে বাঁধন স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন নাটোর ইউনিটের কর্মীরা আনসার সদস্যদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করেন। এতে জেলার আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

বিআরইউ