কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের পুরাতন বাজার প্রেসক্লাব সংলগ্ন এলাকায় একটি মনোহারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত মধ্যরাতে নূরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই পুরো দোকানটি গ্রাস করে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ী সমাজ অগ্নিকান্ডের প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিআরইউ